আজকে আমরা UGC র তরফে officially published guidelines সম্বন্ধে জানবো।।
জাতীয় উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী বছরের Examination Schedule এবং Academic Calendar বা অন্যান্য কোর্স এর কার্যক্রমের জন্য গাইডলাইন প্রকাশ করেছে...
12 পাতার এই Notice থেকে আমরা আপনাদের Common প্রশ্নের উপর ভিত্তি করে কয়েকটি point বেছে নিয়েছি, আশা রাখছি এই point গুলি থেকে আপনাদের qus বা confusion clear হয়ে যাবে।
1. Covid-19 এর জন্য প্রতিটি University বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সামাজিকdদূরত্ব বজায় রেখে তাদের সুবিধার্থে নিজস্ব পরিকল্পনা চালাতে পারে।
2. শুধুমাত্র Final Year এর candidates দের Theory Exam আগামী june মাসে হবে। আর বাকি Candidates দের গত Results বা Assignments এর marks দেখে grade দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র যে সমস্ত রাজ্যে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক তাদের কোনো exam বাতিল নয়, প্রথম থেকে শেষ সকলকেই July মাসে Exam দিতে হবে।
3. Exam নেওয়ার ধরণ পরিবর্তন করতে হবে অর্থাৎ সহজ সরল প্রক্রিয়ার মাধ্যমে 3 ঘন্টা sub গুলির সময়সীমা 2 ঘন্টা করতে হবে।
4. প্রতিটি University তে Covid-19 Cell গঠন করতে হবে, যাঁদের কাজ হবে Candidates দের সমস্যা গুলি সমাধান করা।
5. যেমন টা আগে জানানো হয়েছে গত Results বা Assignments এর marks দেখে grade দেওয়া হবে, এক্ষেত্রে যদি কারোর পুরোনো sub এর NC থেকে থাকে তাহলে সেই sub গুলির exam দিতে হবে, কিন্তু কখন কিভাবে হবে তা University জানাবে ।
6. Final year candidates দের Practical Exam live vdo chat app এর মাধ্যমে online এ হবে. বা offline এ হবে।আর বাকি Candidates দের পরে university র পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
To be Continued.....
No comments:
Post a Comment
If you have any quires or qus, pls let me know.. I will try to give my level Best.