from Haldia Tech Solutions
Welcome to YT HALDIA
10/08/2020 : NSOU BDP /PG 2020 Available Study Centre. 10/08/2020 : NSOU BDP 2020 Admission Start will be. 13/07/2020 : NSOU PG 2020 Assignments Submission Date Extended upto 23 August 2020

Full width home advertisement

loading


আপনারা সবাই অবগত আছেন বর্তমান পরিস্থিতি নিয়ে, এমত অবস্থায় আগেই রাজ্য সরকারের তরফে  জুন মাস পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সাথে ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে 11th class এর Candidates দের 12th class এ উত্তীর্ণ করে দেওয়া হবে এবং সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের Candidates দের একটা করে সেমিস্টার এগিয়ে যাবে অর্থাৎ আর সেমিস্টার Exam না হয়ে একেবারে Final Exam দিতে হবে...
আর এখানেই আপনাদের প্রশ্ন তাহলে আপনাদের NSOU তে যে course ( BDP, PG, ও অন্যান্য কোর্স) গুলো রয়েছে সেগুলির কি Exam বাতিল,!!

🖋️মানে সামনের জুন মাসে যে BDP Exam হওয়ার কথা ছিল তা কি আর হবে না ??? 😯
🖋️আমরা কি Exam না দিয়ে Next year এ উত্তীর্ণ হয়ে যাব??? 😯
🖋️যাদের assignment এখনও submit হয়নি তাঁরা কি করবে??? 😯
🖋️যদি Exam না হয় তাহলে যারা Exam Form Fillup Fees pay করেছে তাদের কি Refund করা হবে?? 😯
🖋️ 2020 শিক্ষাবর্ষের নতুন ভর্তি কবে হবে?? 😯

উত্তরঃ আপনারা অনেকেই জানেন UGC ( University Grants Commission) হল উচ্চশিক্ষা ক্ষেত্রে সাধারণ শিক্ষার (ডিগ্রি কোর্স) নিয়ন্ত্রক সংস্থা তাই উচ্চ শিক্ষার বিশ্ববিদ্যালয় গুলি কে UGC ( University Grants Commission) 'র তৈরী করা নিয়ম মেনে চলতে হয়, কিন্তু এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে পরীক্ষা বা পঠনপাঠন কিভাবে সচল রাখা যায় তা নিয়ে কোনো নির্দেশ UGC র তরফে দেওয়া হয় নি। UGC এই কারণের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে,
এই পরিস্থিতিতে ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ বা শিক্ষা-নির্ঘণ্ট কী হবে, তা-ও জানানোর কথা ইউজিসি-র ওই কমিটির। তাদেরই পরামর্শ মেনে চলার কথা বিশ্ববিদ্যালয় গুলির।। তাই আমাদের NSOU ( Netaji Subhas Open University) 'র ক্ষেত্রে কোন নির্দেশ প্রযোজ্য হবে তা আগাম জানানো সম্ভব নয়,
আপাততঃ আমাদের University' র কয়েকটি Department বাড়িতে থেকে কাজ (Work from Home) করছে, 

যে টুকু আভাস পাওয়া যাচ্ছে আমাদের Exam হবে, কোনো Semester বাতিল হবে না,
যাদের এখনও Assignments Submit হয় নি আপনাদের উদ্দেশ্যে আগেই জানানো হয়েছে এই VDO টি তে।
অবশ্যই যদি Exam না হয় যাদের Exam Form Fillup Complete তাদের fees Refund করে দেওয়া হবে।
আপাততঃ  যতক্ষণ 2020 Higher Secondary Results out না হচ্ছে তত দিন এই শিক্ষা বর্ষে নতুন ভর্তি স্থগিত থাকবে।

Universityর unofficial android app বা Online class এই সব কিছু সব কোর্স এর Candidates দের জন্য নয়, তাই  এই অনলাইন class বা এই App সে রকম ভাবে কোনও BDP Candidates দের কাজে আসবে না...ভবিষ্যতে যদি Updation আসে তাহলে হয়তো কাজে আসবে।

No comments:

Post a Comment

If you have any quires or qus, pls let me know.. I will try to give my level Best.

Bottom Ad [Post Page]

X

This service available for only Premium Learners, for more information contact us.

Contact us!

Designed by Pradip |Powered by ® 2013-2022 HTS (YT HALDIA)