Recently পাওয়া Information অনুযায়ী যে সমস্ত BDP Candidates 2014 ও 2015 সালে NSOU তে Admission নিয়েছিলেন, আপনাদের মধ্যে অনেকেরই এখনো পর্যন্ত সেই Course Successfully complete করা হয় নি। তাই এই 2019 সালে Pending থেকে থাকা Sub বা Paper গুলোর Theory Exam দিয়ে Successfully Course টি Complete করার জন্য গত March মাসের মধ্যে Exam Form Fillup করেছেন, কিন্তু পরে May মাসে Renewal করার জন্য একটি SMS আসে ইউনিভার্সিটি'র তরফ থেকে, সেই মত সেই সব Candidates Renewal করার জন্য চেষ্টা করে,
কিন্তু বেশির ভাগ Candidates দের Payment option show হচ্ছে না এর জন্য তাঁরা চিন্তিত ছিলেন।
এখন আর আপনাদের কোনো চিন্তার কারণ নেই, ইউনিভার্সিটির তরফ থেকে সেই চিন্তার অবসান ঘটিয়ে জানিয়েছে-
যে সমস্ত BDP Candidates 2014 ও 2015 সালে Admission নিয়েছিল তারা যদি 2 বার Renewal এর Fees জমা দিয়ে থাকে,তাহলে তারা 6 বছরের মধ্যে আর বাড়তি কোনো Renewal ছাড়াই শুধু Exam Form Fillup করেই সেই বছরে র সব সুবিধা গ্রহণে সক্ষম।
কিন্তু 2 বার Renewal ছাড়াই বাড়তি Exam Form Fillup করা যাবে না,এর মানে কিছু Candidates দের Payment Option show হচ্ছে but সেটা 1 বছরের Renewal fees বা 2 বছরের Renewal fees একসাথে Pay করতে বলা হচ্ছে, সেই সমস্ত Candidates দের জানাবো আপনারা ওই Fees pay করুন যাতে 2020 সালে Exam Form Fillup করে Theory Exam দিতে পারেন।।
আর যে সমস্ত BDP Candidates 2019 এ Exam Form Fillup করেছেন আপনাদের চিন্তার কিছু নেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার Study centre এ Admit Card চলে আসবে।।
SEG -1 EXAM ta kbe ????
ReplyDelete