from Haldia Tech Solutions
Welcome to YT HALDIA
10/08/2020 : NSOU BDP /PG 2020 Available Study Centre. 10/08/2020 : NSOU BDP 2020 Admission Start will be. 13/07/2020 : NSOU PG 2020 Assignments Submission Date Extended upto 23 August 2020

Full width home advertisement

loading

নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি র পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী 28 Feb 2019 দুপুর 1.00 থেকে 5 March 2019 বিকেল 04.59 পর্যন্ত, মনে রাখবেন মাত্র 4 দিন এর মতো সময়ের মধ্যে Exam Form fillup Complete করতে হবে সাথে Fees Payment ও করতে হবে।
এখন আমরা সেই Form কিভাবে Fillup করবেন তার কিছু নমুনা অর্থাৎ Demo দেখে নেব, কারণ Form Fill তো আগামী 28 Feb 2019 দুপুর 1.00 থেকে শুরু হবে, তাই original Step এই মুহূর্তে সম্ভব নয় আর আগের মতই কিছু Similarity থাকবে এই Form fillup এ  ।  তাই আগাম আপনাদের কিছু ছবির (Photo) মাধ্যমে Step দেখিয়ে দিচ্ছি যাতে আগে থেকেই ধারনা হয়ে যায় যে কিভাবে Form fillup করতে হবে।
**এই Exam Fillup এর জন্য আপনাদের কোনো Cyber Cafe এ না গেলেও হবে, বাড়িতে একটি Smartphone 📱 আর Internet Connection-ই যথেষ্ট, যাই হোক আপাততঃ এই Step গুলি দেখে রাখুন পরে 28 feb Form fillup শুরু হলে আবার new Vdo Updates পেয়ে যাবেন Step by step Full process...

The steps to complete the online Exam form fillup for all BDP candidates-

1. Visit the website nsoucebdp.com.
2. Next Sign up option টি তে Click করে এই Portal এ Register করুন ( মনে রাখবেন প্রতি বছরই Register হতে হবে আগের User Id ও Password এখানে কার্যকর হবে না।

3. Next এখানে সব Data দেখে Input করবেন, শুধু Mobile No ছাড়া, যে সমস্ত data Admission এর সময়ে দিয়েছিলেন সেগুলি Input করুন।

****  সবার প্রথমে Enrolment No Input করুন  পরে আবার এক Enrolment no retype করুন,
Enrolment No দেওয়ার সাথে সাথে আপনার নাম auto generate হয়ে যাবে। যদি নাম টি সঠিক না আসে তাহলে Enrolment No টি মিলিয়ে নিন!   এরপর Date of Birth টি দিন, পরে List থেকে নিজের Study center choose করুন, পরে আপনার Elective sub অর্থাৎ Main Sub/Hons. sub টি বেছে নিন list থেকে, পরে আপনার কাছে Active থাকা একটি Mob No দিন, পরে Mob No টি Verify এর জন্য আবার একবার ওই No retype করুন, পরে নিজের Mail Id input করুন।
এবার Submit button এ ক্লিক করুন ।।

4. Next Input করা Mob No এ একটি User Id ও Password Send করে দেবে Server। (User Id হল আপনার Enrolment No)

5. Next ওই User Id আর Password নিয়ে আবার ওই Website এ Visit করবেন এবং এবার User Id ও Password input করে Log in option এ  করবেন।

6. Next এই ধরণের একটা interface দেখতে পাবেন, যেখানে আপনার Photo, Name, Study center, Enrolment No, Elective Sub, Mob no থাকবে। সাথেই দেখতে পাবেন Exam Form fillup - pending আর Payment- pending রয়েছে.যখন Form fillup Complete হয়ে যাবে 2 টো option Done হয়ে যাবে।
     Next Right Side এ লেখা Exam Form Fillup option টি তে ক্লিক  করবেন।

7. এই Step এ আপনারা এই রকম User interface দেখতে পাবেন। এখানে সবার প্রথমে Candidates এর Photo থাকবে, Next কিছু Details থাকবে like: Study center Name Enrolment No, Elective Sub etc. এই সব দেখে মিলিয়ে নিন সব Data thik আছে কিনা, কিছু Data ভুল থাকলে অতিসতর নিজের Study Centre e contact করুন।

8. Next এই Step এ নীচে কয়েকটা options আছে যেগুলো শুধু টিক ☑️ করতে হবে,
****এখানে আপনার বর্তমান সব Sub এর details Show হবে সাথে যে Sub গুলির Exam বাকি আছে, অর্থাৎ হয়তো কোনো Sub এর Exam দেন নি বা কোনো Sub এ 'NC' এসেছে। এই সব Sub এর মধ্যে কোন কোন Sub এর Exam আপনি দিতে চান শুধু সেগুলি Tik☑️ করুন।
  ******* এখানে কিছু ভুল করে টাকা Payment করে দিলে টাকা ফেরত পাবেন না। যদি Payment এর পর Exam না দেন তাহলেও ওই টাকা Next বারের Form fillup এর সাথে Add হবে না। তাই এখানের মধ্যে যে কয়েকটি Sub এ Exam দিতে চান, সেগুলি Tik ☑️ করবেন।।

যে সমস্ত Candidates 1st year এ E4 Practical Paper এর Exam দেন নি, আপনাদের সামনে E4 (1st year) ও E8 (2nd year) এই দুটোই Practical Paper show হবে আপনারা যেকোন একটি Paper এ Tik ☑️ করবেন। নাহলে অযথা দু'টো Paper এর Fees দিতে হবে আর একটা Paper এর Exam আপনারা দিতে পারবেন। কারণ Practical Paper এর Exam একসাথে দুটোর দেওয়া যায় না। আর এখন থেকে Practical Paper এর Form Fillup না করলে 2019 এর Dec session এ Practical Exam দিতে পারবেন না ।
এখানে কোন Sub wise fees show হবে না ।

9. Next আপনার Sub গুলি Tik☑️ করার পরে Submit করলে তখন আপনি দেখতে পাবেন, আপনাকে Total Fees Payment করতে হবে আর কত টাকা কিসের জন্য লাগছে।

10. Last Step এবার আপনাকে Online এ Payment করতে হবে আর Payment Success হলেই আপনার BDP Exam Form Submission Complete এবং আপনি 2019 এ যে সমস্ত Sub এর জন্য আপনি Payment করেছেন সেই সমস্ত Sub এর Exam দেওয়ার জন্য আপনি Eligible। এবং Exam এর 15 থেকে 1 মাস এর মধ্যে আপনার Study Centre এ Admit Card চলে আসবে

 SHARE 


2 comments:

If you have any quires or qus, pls let me know.. I will try to give my level Best.

Bottom Ad [Post Page]

X

This service available for only Premium Learners, for more information contact us.

Contact us!

Designed by Pradip |Powered by ® 2013-2022 HTS (YT HALDIA)